হোম > ছাপা সংস্করণ

বেতাগীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গতকাল রোববার বেতাগী উপজেলার কাউনিয়া বাজারে বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে পাকা, আধা পাকা ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বেতাগী সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. রিয়াজ মাহমুদ বলেন, বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এলাকায় সরকারি জায়গা দখল করে এক শ্রেণির মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান-পাট, ক্লাব ও বাড়িঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। এসব অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি জমি উদ্ধারের জন্য ওই এলাকায় অভিযান চালানো হয়।

এই উচ্ছেদ অভিযানে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রইসুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে তাদের নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি আরও বলেন, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ৩ একর ৫ শতাংশ সরকারি জমি দখল মুক্ত করা হবে। পর্যায়ক্রমে এ উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কেউ সরকারি জমি দখল করে রাখতে পারবে না। যারা দখল করবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ