চুয়াডাঙ্গা জীবননগরে সিলেবাস কমানোর দাবিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
জীবননগর শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর এ কর্মসূচির আয়োজন করে।
শিক্ষার্থীরা বলে, এসএসসি–২০২১ সালে ১৫ মাস ক্লাস হয়ে ৩০ ভাগ সিলেবাসের ওপর পরীক্ষা হচ্ছে। অথচ ২০২২ সালে মাত্র ৪ মাস ক্লাস হয়ে ৭০ ভাগ সিলেবাসের ওপর পরীক্ষা হবে। এই সিলেবাস পরিবর্তন করে ৩০ ভাগ করতে হবে।
এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সভা চলাকালে শহরে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম ও জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসুসহ পুলিশ সদস্যরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেন।