হোম > ছাপা সংস্করণ

আবারও মেয়র হলেন মোহাম্মদ মোস্তফা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তফা মেয়র নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন এই ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা নৌকা প্রতীকে ১৪ হাজার ১০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) কম্পিউটার প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য নুর মো. জাকের হায়দার পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট।

নির্বাচিত পৌর কাউন্সিলররা হলেন, সংরক্ষিত আসনে ১ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম, ২ নম্বর ওয়ার্ডে মাসুদা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আক্তার।

সাধারণ আসনে ১ নম্বর ওয়ার্ডে আবদুল লতিফ বাহার, ২ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডে কাজী নুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাসির উল্যাহ ভূঁঞা, ৫ নম্বর ওয়ার্ডে মোজাহারুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুর রহমান মজুমদার, ৭ নম্বর ওয়ার্ডে শহিদ উল্যা মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে আবদুল মোমিন চৌধুরী এবং ৯ নম্বর ওয়ার্ডে মুন্সী নুর হোসেন।

জানতে চাইলে স্বতন্ত্র (বিদ্রোহী) কম্পিউটার প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য নুর মো. জাকের হায়দার বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন থেকে আমি আবার আমার পেশায় (সাংবাদিকতা) মনোযোগী হব।’

পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা বলেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছি। মহান আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া। নৌকার বিজয় হওয়ায় প্রিয় পৌরবাসীসহ সবাইকে ধন্যবাদ জানাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ