চট্টগ্রামের হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটিতে আগেই বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়। গত রোববার বাকি ১১ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ১১ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ছয়টিতে স্বতন্ত্র ও পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪ নম্বর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মুজিবুর রহমান এবং ৮ নম্বর মেখল ইউপির বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী।
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।