হোম > ছাপা সংস্করণ

শত বছরের ঐতিহ্যবাহী ফুলবাড়ীর দুর্গামেলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে আয়োজিত হয়েছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী দুর্গামেলা। বিজয়া দশমীর দিন গতকাল বুধবার ছোট যমুনা নদীর পাড়ে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এই মেলা বসে।

সকাল থেকে শুরু হয় মেলার আয়োজন। দুপুর ১২টার পর থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের দুর্গা প্রতিমা সেখানে নিয়ে এসে মেলা প্রাঙ্গণের পাশে নদীর তীরে সারিবদ্ধভাবে রাখা হয়। প্রতিমা বিসর্জন ঘিরে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা।

ব্যবসায়ীরা মেলায় মিষ্টান্ন, মৌসুমি ফল, কসমেটিকস, শিশুদের খেলনাসহ হরেক রকমের পণ্যের পসরা বসান। সে সঙ্গে মাটির তৈরি শোপিস, আসবাবপত্রের দোকানও ছিল। এসব পণ্য কেনার জন্য দূরদূরান্ত থেকে ক্রেতারা এসে ভিড় করেন। এর মধ্য শিশু-কিশোরদের আগ্রহ বেশি লক্ষ করা গেছে।

মেলায় আসা নকুল রায় (৫০) বলেন, ‘আগে ছোটবেলায় বাবার হাত ধরে এই দুর্গা মেলায় আসতাম। এখন নাতি-নাতনিদের নিয়ে আসছি। অতীতে ফুলবাড়ীতে জমিদারদের বসবাস ছিল। তাঁরাই দশমীর দিনে এই দুর্গামেলার আয়োজন করতেন। সেই থেকে এই মেলা চলে আসছে।’

আয়োজক সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে বসা এই মেলা ফুলবাড়ীর শত বছরের ঐতিহ্য। দশমী বা বিসর্জনের দিনে এই মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনার সময় গত দুই বছর মেলা হয়নি। ফুলবাড়ীসহ আশপাশের এলাকার সব ধর্মের মানুষ কেনাকাটা করার জন্য মেলায় আসে।

দিনাজপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের অন্যতম সদস্য অমর চাঁদ গুপ্ত অপু বলেন, ‘মেলায় প্রতিবছর বিভিন্ন এলাকার হাজারো মানুষের সমাগম ঘটে। আমরা ছোট থেকে বিজয়া দশমীর দিনে এই মেলা দেখছি। এখন আমাদের পরের প্রজন্মও দেখছে-দেখবে। এই মেলা আমাদের ঐতিহ্য।’

অমর চাঁদ জানান, এবার ফুলবাড়ীতে মোট ৫৯টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ