হোম > ছাপা সংস্করণ

প্রচারণা সীমিত করার ঘোষণা দুই প্রার্থীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে শব্দ দূষণ কমাতে একজন প্রার্থী প্রচার মাইক বন্ধ এবং অন্যজন প্রচারণা সীমিত করার ঘোষণা দিয়েছেন। উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব ও কাকারার মোহাম্মদ ইসমত-ই ইলাহী এই ঘোষণা দেন।

প্রচার মাইক বন্ধ ও প্রচারণার সময় কমানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভোটাররা। অনেকে ফেসবুকে এই উদ্যোগের প্রশংসা করেছেন। তৃতীয় ধাপে চকরিয়া উপজেলায় ১০ ইউপিতে নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।

সাহারবিলের ভোটার মো. শাহজাহান বাপ্পু বলেন, ‘এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে মাইক ব্যবহার না করাই, এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা। এটি ভালো উদ্যোগ। মাইক বাজিয়ে প্রচারণা চালানো এমনিই অস্বস্তিকর। পরীক্ষার্থীদের শব্দ দূষণ থেকে রক্ষা করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

কাকারার বাসিন্দা আকতার মারুফ বলেন, এসএসসি পরীক্ষা তাই প্রার্থী প্রচারণায় মাইক বন্ধ রেখেছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা খুশি।

মোহাম্মদ ইসমত-ই ইলাহী বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা অনেকটা মনে ভীতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রচার মাইক বাজানোর ফলে শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই চলমান এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি অন্তত প্রচার মাইক বাজিয়ে প্রচারণা চালাব না। তবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার টাঙানোর কার্যক্রম চলমান রয়েছে।’

অপর প্রার্থী আবু তৈয়ব বলেন, ‘এখন এসএসসি পরীক্ষা চলছে। আমরা যাঁরা ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি, সবাই উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনী বিধিমতে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার চালানোর বিধান রয়েছে। নির্বাচন যেহেতু উৎসবমুখর পরিবেশে হয়, সেহেতু সবাই উচ্চস্বরে আনন্দ-উল্লাস করে প্রচারণা চালায়। আমি মনে করেছি, এসএসসি পরীক্ষার সময় প্রচারণায় দুই ঘণ্টা সময় কমিয়ে প্রচারণা চালাব। অন্য প্রার্থীদেরও এই উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ