হোম > ছাপা সংস্করণ

ইউপি নির্বাচনের দাবিতে সমাবেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ উপজেলার স্থগিত বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন কমিউনিটি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রেজাউল কবিরের সঞ্চালনায় এবং যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী শামস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। এ সময় বক্তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না হলে সব দায়ভার প্রশাসনকে নিতে হবে।

স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদের আশ্বাসের প্রেক্ষিতে ধৈর্য ধারণ করলেও নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করা যাবে না উল্লেখ করে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের অন্য এলাকার প্রার্থীদের মতো বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীরা প্রস্তুতি নিতে যাচ্ছিলেন, এমন সময় নির্বাচন স্থগিত করা তামাশা ছাড়া আর কিছুই নয়।

কথিত সীমানা নিয়ে উত্তেজনা ও সহিংসতার দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এলাকার উন্নয়ন বিরোধী। তারা জনগণের মঙ্গল চায় না। এ ধরনের কাজে জড়িতদের প্রতি তীব্র নিন্দা জানানো হয় সভায়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থগিত নির্বাচন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাহিন আহমদ, জামাল আহমদ মেম্বার, নাজিম উদ্দিন, আব্দুল মুকিত, হাজী মাসুক আহমদ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যপ্রবাসী মাইজ উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ