বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার প্রার্থীর প্রতীক নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
গত মঙ্গলবার নেত্রকোনা জেলার পূর্বধলার উপজেলার শ্যামগঞ্জে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র।