হোম > ছাপা সংস্করণ

‘অবসর’ শব্দে আপত্তি সব্যসাচীর

এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। উৎসবে পর্দার ‘ফেলুদা’ জানিয়েছিলেন, এত বছর ধরে অভিনয় করে তিনি ক্লান্ত। এবার বিরতি নিতে চান। তাঁর এ ঘোষণায় নড়েচড়ে বসেছিল বাংলাদেশ ও ভারতের সংবাদমাধ্যমগুলো। সব্যসাচী বলেছিলেন, ‘আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এবার আমি ছেড়ে দিতে চাই। আমি অমিতাভ বচ্চন নই, সৌমিত্র চট্টোপাধ্যায়, রজনীকান্ত, ব্র্যাড পিট কিংবা আল পাচিনো নই। কাজেই জীবনের শেষনিশ্বাস পর্যন্ত অভিনয় করে যাব, এমন কোনো বাসনা নেই।’

তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী দাবি করেছেন, বাংলাদেশে তাঁর বলা কথাকে মিডিয়া ভুলভাবে ব্যাখ্যা করেছে। অভিনেতা বলেন, ‘যা বলা হয়, মিডিয়ায় তা লেখা হয় না।’ ওই সাক্ষাৎকারে সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, নানা কারণে এখন তিনি অভিনয়ে আগ্রহ পাচ্ছেন না। তবে আনুষ্ঠানিক অবসরের কথা বলেননি তিনি।

সব্যসাচী বলেন, ‘আমার তো কোনো ঠিক নেই। আবার ইচ্ছা করলে কাজ করব। ইচ্ছা না করলে করব না। আসলে ভালো লাগার কাজে এনার্জি পাওয়া যায়। তবে এমন কোনো রোল আপাতত নেই, যেগুলো আমার ভালো লাগাতে পারে। “বাবলি বাউন্সার” সিনেমায় আমার চরিত্রটা করতে ভালো লেগেছিল, তাই করেছিলাম। মনের আনন্দের রোল ছিল ফেলুদা। এখন আমার যা বয়স হয়েছে, তাতে তো ফেলুদা করা উচিত নয়। তাই ছেড়ে দিয়েছি।’

অভিনয়ের বাইরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে বিশেষ আগ্রহ আছে সব্যসাচীর। বন্য প্রাণীর ছবি তুলতে প্রায়ই চলে যান গহিন জঙ্গলে। বিশ্বের নামীদামি নানা প্রদর্শনীতে জায়গা পায় তাঁর তোলা ছবি। সে কাজে আরও মনোযোগী হতে চান সব্যসাচী। তাই বলেন, ‘অন্যের কাজ তো অনেক করেছি, এবার নিজের কাজ করব।’ আপাতত তাই অভিনয় করছেন না সব্যসাচী। কিন্তু সেটাকে ‘অবসর’ বলতে রাজি নন অভিনেতা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ