ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর টগবী ইউনিয়নে ২ ভিক্ষুকের বসতঘরসহ তিনটি ঘর আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে দিদার মাঝির ঘাট এলাকায় বাক্প্রতিবন্ধী ছালেখার বাড়িতে এই অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানান, ছালেখা বাক্প্রতিবন্ধী। কাউকে ডাকতে পারেননি। অগ্নিকাণ্ডে সব যখন পুড়ছে, ছালেখা তখন মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর চিৎকার করছে। কিন্তু কেউ বুঝতে পারছে না। কাউকে ডাকতে না পারায় ছালেখার পাশের ২ ঘরও পুড়তে শুরু করে। পরে পাশের ঘরের ভিক্ষুক মাফিয়া ও রহিমার ঘর পুড়তে শুরু করলে, তাঁরা টের পেয়ে এলাকাবাসীকে জানান। পরে গ্রামবাসী দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, ‘আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে মাফিয়া (৪০) ও ছালেখা (৫০) ২ জনই ভিক্ষুক। স্বামী-সন্তান বলতে তাদের কেউ নেই। অন্যের দেওয়া জমিতে, এলাকাবাসীর সহায়তায় তৈরি করা ঘরে তাঁরা থাকেন। আর রহিমার ঘরটিও পুড়ে গেছে। তাঁর স্বামী আছে কিন্তু পানি টেনে কোনোরকমে পেট চালায়।