হোম > ছাপা সংস্করণ

ইজিবাইকচালক হত্যার ঘটনায় আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইজিবাইকচালক নাজিরুল হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নাজিরের মোবাইল ফোনের সূত্র ধরে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের একজন হলেন হবিগঞ্জ জেলা সদরের আনোয়ারপুরের জুলহাস ওরফে শাহীন (৩৮)। তিনি আখাউড়া পৌর শহরের রাধানগর লালবাজার এলাকায় বাস করেন। অপরজন হলেন আখাউড়া পৌর শহরের দেবগ্রামের বাসিন্দা হানিফ (৫৫)। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান রকির কাছে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে শাহিন, হানিফ ও তাঁদের আরেক সহযোগী আখাউড়া পৌর শহরের সড়ক বাজার থেকে নাজিরুল ইসলামের ইজিবাইকে খড়মপুর কেল্লা বাবার মাজারে রওনা হন। পথে আখাউড়া বাইপাস সড়কের পল্লী বিদ্যুৎকেন্দ্র এলাকায় নাজিরের কাছে মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেন। একপর্যায়ে নাজিরকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সড়কে ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ইজিবাইকচালক জহিরুল ইসলামের ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ হানিফকে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহীনকে আখাউড়া লাল বাজার ভূমি অফিসের সামনে থেকে আটক করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ