মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজপাট কুল্যা গ্রামের দেলোয়ার ফরাজি, কাহালপুর গ্রামের এনায়েত মোল্লা, শাহ আলম মোল্লা এবং গাড়ফা গ্রামের শিল্পি খাতুন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, মোল্লাহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।