ফেনীর পরশুরামে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহিম (৩০) এক যুবককে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
ইব্রাহিম দক্ষিণ রাজেষপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পৌর এলাকার ছয়ঘড়িয়া গ্রামের থাকেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, গত মাসে এক ব্যক্তির মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি হয়। এ নিয়ে ওই ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ সময় ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়।