টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। গতকাল বুধবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি বাংলাদেশ বিমানের (বিজি-৬১২) ফ্লাইটে চায়ের নগরী সিলেটে আসে দুই দল। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১টার দিকে এসে পৌঁছান সাকিব-রশিদরা।
চট্টগ্রামে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচটা জিতে কিছুটা আত্মবিশ্বাসের জ্বালানি খুঁজে পেয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজটা স্বাগতিকদের কাছে আরও কঠিন হওয়ার কথা। এই সংস্করণে বাংলাদেশের আফগানদের সঙ্গে পেরে ওঠার রেকর্ড কমই। এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়ে আফগানদের কাছে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার রেকর্ড পর্যন্ত আছে সাকিবদের। ২০১৮ সালের জুনে দেরাদুনে আফগানিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেন বলে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় রশিদ-মুজিবদের চাহিদা অনেক। এমনকি এই সময়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে আফগানদের চাহিদা বেশি। এবার সিলেটের রানপ্রসবা উইকেটে যে বাংলাদেশের পরীক্ষা কঠিন হতে চলেছে, না বললেও চলেছে।
গতকাল সিলেটে নামতেই দুই দলকে অভ্যর্থনা জানায় বৃষ্টি। বৃষ্টিবাধার মধ্যেই বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছে দুই দল। আজ বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে দুই দল। শুক্রবার সিলেট আন্তর্জাতিক মাঠে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ১৬ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি।
সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবীবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউস ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।