জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর লতিফুর রহমান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুবর্ণখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের লতিফুর রহমান দীর্ঘদিন ধরে হাঁস-মুরগির ব্যবসা করে আসছিলেন। গত বুধবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়ায় ছিল সাপ্তাহিক হাট। হাটে লতিফুর রহমান বেশ কয়েকটি হাঁস নিয়ে বিক্রয়ের জন্য বয়ড়া সেতুর ওপর বসেছিলেন। একইদিন বিকেল ৩টায় হঠাৎ তার একটি হাঁস ছুটে গিয়ে সেতুর নিচে নদীতে লাফিয়ে পড়ে। ওই হাঁস ধরতে তিনিও নদীতে লাফিয়ে পড়েন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে হাটের লোকজন নদীতে তল্লাশি চালায়। তাতেও খোঁজ মেলেনি তার। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে নদীতে আরেক দফা সন্ধান চালিয়েও ব্যর্থ হন। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল ওই দিন বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। চার সদস্য বিশিষ্ট ডুবুরি দল ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই সেতুর নিচে তার লাশ ভেসে উঠে। লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজন তার পরিবারকে খবর দেয়। তারা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল লতিফ জানান, গতকাল বৃহস্পতিবার লাশ নদীতে ভেসে উঠলে পরিবারের লোকজন নিয়ে যায়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তারা ঘটনার দিন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।