হোম > ছাপা সংস্করণ

দুজনকে পিটিয়ে আহত অটোরিকশা ভাঙচুর

মুলাদী প্রতিনিধি

হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলার জোনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতেরা হলেন আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামের জসিম খানের ছেলে রিগ্যান খান এবং অটোরিকশা চালক হালিম চৌকিদার।

রিগ্যান খান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে তার চাচাতো ভাই শাহাদাত খানকে নিয়ে মুলাদী থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে হিজলার লিটার মোড়ে পৌছাঁলে চরপত্তনীভাঙা গ্রামের ৮-১০ জন কিশোর জিআই পাইপ ও লাঠিসোটা নিয়ে পথরোধ করে। হামলার আশঙ্কায় গাড়ি চালক ইজিবাইকটি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কিশোরেরা দৌড়ে জোনা মার্কেট এলাকায় ইজিবাইকটি থামায়। শাহাদাত প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা রিগ্যান খান ও চালক হালিম চৌকিদারকে পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা ইজিবাইকটি ভাঙচুর করে।

তবে শাহাদাত খান জানায়, প্রায় ২ মাস আগে সামান্য একটি ঘটনায় ওই কিশোরদের একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতেও শাহাদাতই ছিল তাদের লক্ষ্য। কিশোররা চলে গেলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, কিশোর গ্যাংয়ের হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের মুলাদী হাসপাতালে চিকিৎসা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ