বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা মহল্লায় রেল লাইনের পাশে প্রায় ৮ ফুটের একটি গর্ত পাওয়া গেছে। ওই গর্তটি দেখতে উৎসুক জনতা ইতি মধ্যে ভিড় জমাচ্ছেন ওই স্থানে।
স্থানীয় বাসিন্দা নেহাল আহম্মেদ প্রাপ্ত জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল লাইনের পাশে দিয়ে যাওয়ার সময় খড় পাতা দিয়ে একটি জায়গা ঢেকে রাখা অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে দুটি শাবল, একটি কোদাল ও মাটি ওঠানোর কাজে ব্যবহৃত একটি গামলা জব্দ করেছে পুলিশ।
ওসি সাকিউল আযম বলেন, গতকাল গর্তটি মাটি দিয়ে পূরণ করা হয়েছে। গর্তটি কেন বা কি উদ্দেশ্যে করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে। গর্তটি নিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।