কুমিল্লার মেঘনায় ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার মানিকার চর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার মারিয়া গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর গভীর রাতে ওই ছাত্রকে মাদ্রাসার একটি কক্ষে যৌন হয়রানি করা হয়। বিষয়টি সে তার বাবাকে জানায়। ছাত্রের বাবা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও কোনো বিচার পাননি। গত সোমবার রাতে ওই ছাত্রকে আবারও যৌন হয়রানি করা হয়। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার মেঘনা থানায় মামলা করেন। পরে দুপুরে অভিযুক্ত ওমর ফারুককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।