হোম > ছাপা সংস্করণ

অপহরণের ৩৯ ঘণ্টা পর উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অপহৃত সংবাদপত্র এজেন্ট এস এম ইয়াসিনকে (৫৭) অপহরণের ৩৯ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার চান্দিনা থানা-পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ইয়াসিনের দাবি, অপহরণকারীরা সোমবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজার এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে রেখে যায়। তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকার বাসিন্দা ও আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রের এজেন্ট।
এস এম ইয়াসিন বলেন, প্রতিদিনের মতো গত রোববার সকালে নিজ অফিসে বসে স্থানীয় হকারদের মাঝে সংবাদপত্র ভাগ করে দেন তিনি। এরপর সকাল আনুমানিক ৭টার দিকে তাঁর অফিসের সামনে একটি মাইক্রোবাস থামে। সেখান থেকে তিন ব্যক্তি এসে ইয়াসিনের নাম-পরিচয় জানতে চান। পরিচয় নিশ্চিতের পর তাঁর নামে মামলা রয়েছে উল্লেখ করে ইয়াসিনকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয় এবং কালো কাপড়ে চোখ বেঁধে দীর্ঘ কয়েক ঘণ্টা পর মাইক্রোবাস থেকে নামিয়ে একটি ঘরে নিয়ে আটকে রাখেন। অপহরণকারীর তাঁকে ২-৩ জনের পাহারায় আটকে রাখে।

ইয়াসিন আরও বলেন, অপহরণকারীরা গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে খালি স্ট্যাম্পে জোর করে তাঁর স্বাক্ষর নেন। এ সময় তিনি অসম্মতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। অপহরণকারীদের চাপে বিকাশের মাধ্যমে তাঁর এজেন্ট অফিসের ক্যাশে থাকা ৬ হাজার টাকা আনান। এর পরে তাঁকে মাধাইয়া বাজারে ফেলে দিয়ে যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ