চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতায়িত হয়ে আব্দুস সামাদ (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামাদ ওই গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানান, সামাদ শনিবার রাতে কাজ শেষে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরেন। পরে তিনি অটোরিকশাটি চার্জ দিতে গেলে বিদ্যুতের বোর্ডের সঙ্গে অসাবধানতাবশত স্পৃষ্ট হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সামাদ মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।