কুমিল্লা নগরীর দৈনিক চকবাজারে আগুন লেগে পুড়ে গেছে ১২টি দোকান। গত বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চকবাজারের ২ নম্বর গেটে সংলগ্ন দোকানগুলোতে প্রথম আগুন দেখা যায়। আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে বাজারে থাকা ও এর আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। পরে খবর পেয়ে কুমিল্লা সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কুমিল্লা ইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। স্থানীয় ব্যবসায়ী নূরু মিয়ার দোকানের সামনে থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে চকবাজারের চিড়ামুড়ির গোডাউন, স্টেশনারি দোকান, মোবাইল ফোনের দোকান, কাগজের দোকান ও চালের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।
চকবাজার ফাঁড়ির ইনচার্জ কাউছার হামিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি নূরু মিয়ার দোকানের সামনে থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. পারভেজ বলেন, ‘স্টেশনারি দোকান ও গোডাউনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য ব্যবসায়ীদের নিয়ে সতর্ক থাকব। দোকানে আগুন নির্বাপণ সিলিন্ডার রাখার চেষ্টা করব।’
কুমিল্লা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ ও ইপিজেডের স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান, তাদের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।