হোম > ছাপা সংস্করণ

বাস কেটে চালককে উদ্ধার

যশোরের মনিরামপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

গতকাল রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙা নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় বাসের চালকসহ ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চালককে বাস কেটে উদ্ধার করা হয়েছে।

এ দিকে যশোর সদরে গত শনিবার বিকেল ও সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন ইজিবাইক চালক এবং অন্যজন ভ্যানচালক।

মনিরামপুর: মনিরামপুরের দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের সামনের অংশ কেটে আটকে পড়া চালককে উদ্ধার করেন।

পরে চালক মিজানুর রহমানসহ সোমা বিশ্বাস নামে এক যাত্রীকে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। গাছের সঙ্গে বাসের চাপ খাওয়ায় চালক মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে জানা গেছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম বলেন, ‘দুপুরে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০০৩৯) যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালকিডাঙা বাজার পার হয়ে নিমতলা পৌঁছালে বাসের স্টিয়ারিংয়ের তার কেটে যায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।’

এসআই শাহীন বলেন, ‘আহতদের মধ্যে গুরুতর এক নারীকে যশোরে নেওয়া হয়েছে। তাঁর নাম জানা যায়নি। আমরা আসার আগে বাকিদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন।’

স্থানীয়রা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে চলে গেছেন। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘আমরা বাসের সামনের অংশ কেটে চালকসহ একজনকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে এনেছি।’

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন গুপ্তর বরাত দিয়ে ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, ‘বাসচালক জামলা গ্রামের মিজানুর রহমানের ডান পা ভেঙে গেছে।’

জরুরি বিভাগের চিকিৎসক সুমন গুপ্তর বরাত দিয়ে ওয়ার্ড বয় আক্তার হোসেন বলেন, ‘তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর যাত্রী পাইকগাছার সোমা বিশ্বাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

যশোর: যশোর সদরে পৃথক স্থানে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম (২৬) এবং কচুয়া ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ (৩৫)।

নিহত শরিফুল ইজিবাইক এবং ফরিদ ভ্যান চালক ছিলেন। গত শনিবার যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শরিফুলের ভাই জামাল উদ্দিন জানান, শনিবার বিকেলে তাঁর ভাই ইজিবাইক চালিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অভয়নগরের চাঁদ ফিডের কাছে পৌঁছালে একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দেয়। এতে শরিফুল ঘটনাস্থলেই মারা যান।

একই দিন সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ফরিদের মৃত্যু হয়।

ফরিদ তাঁর ভ্যানে যাত্রী নিয়ে বসুন্দিয়া যাওয়ার পথে ঘুনির মোড় আসলে ট্রাকের ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা যাত্রীরা আহত হলেও গুরুতর আঘাত পাননি।

গতকাল রোববার যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ