রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবীরা। গতকাল সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্বেচ্ছাসেবীরা বলেন, কয়েক দিন আগে তাসফিয়া নামের এক শিশুর ‘বি’ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। রক্তের জন্য মেডিকেলের ব্লাড ব্যাংকে গেলে ২৫০০ টাকা দাবি করা হয়। পরে এক নারী স্বেচ্ছাসেবী রক্ত দিতে গেলে মেডিকেলের এক নার্স তাকে দালাল হিসেবে সম্বোধন করেন।
এ ছাড়াও হাসপাতালের ব্লাড ব্যাংকের লোকজন স্বেচ্ছাসেবীদের সঙ্গে অসদাচরণসহ অসহযোগিতামূলক আচরণ করেন। ব্লাড ব্যাংকে রক্ত কিনতে গেলে অতিরিক্ত মূল্য দাবি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।