হোম > ছাপা সংস্করণ

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার র‍্যাবের পৃথক অভিযানে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫০ গ্রাম গাঁজাসহ মো. বাদশা (২৮) এবং ১৪৫ গ্রাম গাঁজা ও ৩ দশমিক ৩৮ গ্রাম হেরোইনসহ মো. কালু (২৭) নামক দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন পাইকপাড়া এলাকায় আরও একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই গ্রাম হেরোইন ও মাদক ক্রয়-বিক্রয়ের ১৯ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আয়াতুল্লাহ (৫০) এবং মো. রাকিব উদ্দিন (৩২)।

মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও এর আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ