হোম > ছাপা সংস্করণ

ঢাকায় কৌশানীর চার ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পুজন মজুমদারের ‘প্রিয়া রে’ ছবি দিয়ে বাংলাদেশে অভিষেক ঘটতে যাচ্ছে কৌশানীর। এ ছবির শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন। কাজ শেষ করে ৪ ডিসেম্বর কলকাতায় ফিরে গেছেন কৌশানী। যাওয়ার আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় আরও তিনটি ছবিতে অভিনয় করার ঘোষণা দিয়েছেন।

ছবি তিনটি হলো জাকির হোসেন রাজুর ‘আর্তনাদ’ এবং শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মিঠাই’ ও ‘সোলজার’। আগামী এপ্রিল মাস থেকে ‘সোলজার’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। ‘সোলজার’ নিয়ে বাংলাদেশে কৌশানীর ছবির সংখ্যা দাঁড়াচ্ছে চারটি।

কৌশানী বলেন, ‘শাপলার কর্ণধার সেলিম খান ভাইয়ের পরিবারের মেয়ে হয়ে গিয়েছি এই অল্প সময়ে। আমার মা মারা যাওয়ার পর থেকে তিনি সব সময় আমার খোঁজ নিয়েছেন। তাঁর প্রযোজনায় প্রথম ছবিটি করে আমি বেশ তৃপ্ত। আশা করছি সামনের দুটি ছবিও বেশ ভালো হবে। তা ছাড়া জাকির হোসেন রাজু একজন গুণী পরিচালক। শামীম আহমেদ রনি ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি।’

গত ১৮ নভেম্বর ‘প্রিয়া রে’ ছবির দ্বিতীয় লটের শুটিং করতে ঢাকায় আসেন কৌশানী। পরদিন থেকে চাঁদপুরে শুটিং শুরু করেন। ৩ ডিসেম্বর শুটিং শেষ করে ঢাকায় ফিরে গেয়েছেন গান। প্রথমবারের মতো ছবির গানে কণ্ঠ দিলেন কৌশানী। ‘তুমি এমনি করে থাকো’ শিরোনামে ‘প্রিয়া রে’ ছবির গানটি গেয়েছেন বেলাল খানের সুর ও সংগীতে। কৌশানীর গাওয়া গানটি ছবির প্রচারণায় ব্যবহার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ