হোম > ছাপা সংস্করণ

বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ, বিপুল সমাগম

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির নেতারা। গতকাল নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে দলের নেতারা এই দাবি জানান।

গতকাল বুধবার সকালে নোয়াখালীর মাইজদী বাজারের পৌরসভা গেট সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন দলের নেতা-কর্মীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

জনসভায় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘রাষ্ট্রপতি আপনি চোর ডাকাত সন্ত্রাসীদের সাজা মাফ করে বিদেশে পাঠাতে পারেন। কিন্তু বেগম জিয়াকে কেন আপনি বিদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না। এই প্রশ্ন আজ পুরো দেশবাসীর।’

বিএনপির এই নেতা আরও বলেন, বঙ্গভবনের নাটক দেখতে চাই না, আমরা মায়ের চিকিৎসা চাই। অন্যথায় বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি না হলে নোয়াখালীসহ সারা দেশ অচল করে দেওয়া হবে। বিএনপি রাজপথে নামলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বেগম জিয়া হেঁটে জেলে গেলেন। কিন্তু কেন হুইল চেয়ারে বের হয়েছেন। তখনকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে ছিলেন। এ জন্য তিনি দায়ী থাকতে পারেন। তাঁর অপচিকিৎসায় এমন হলো কি না তদন্ত করতে হবে।’

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিম, কাজী মফিজুর রহমান, মামুনুর রশিদ, অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, ফোরকান ই আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সুচিকিৎসা পাওয়া খালেদা জিয়ার অধিকার। তাই অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও সদস্য মাহবুব আলমগীর আলো।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ