রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত রাঙ্গীপাড়ার পেঁপে চাষি আমীর হোসেন পেলেন আর্থিক সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন ও এক আইনজীবী। গত বুধবার রাঙামাটির লংগদু উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীন পেঁপে চাষি আমীর হোসেনের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
ইউএনও মাইনুল আবেদীন বলেন, ‘গত ২৫ আগস্ট দুর্বৃত্তরা পেঁপে চাষি আমীর হোসেনের বাগানের পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলে। এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি। চট্টগ্রাম হাই কোটের সিনিয়র অ্যাডভোকেট আক্তারুজ্জামান এই ঘটনা জানতে পেরে আমার কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন। তাঁর সঙ্গে আমার পক্ষ থেকেও ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা ক্ষতিগ্রস্তের হাতে তুলে দিতে পেরেছি।’