বরিশালের গৌরনদী উপজেলার বন্দরে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী ও ব্যবসায়ীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ গতকাল দুপুর পর্যন্ত জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী বন্দরের লেপ তোশক ব্যবসায়ী বাদশা খলিফার (৫৫) দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গৌরনদী বন্দরের সমবায় গলিতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় প্রায় ১০টি দোকান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন-অমল সাহা ও নজরুল ইসলামের হার্ডওয়্যার, তারেক হোসেন, বিভূতি রঞ্জন ও দুলালের মুদি দোকান, সেকেন্দার বয়াতির টিনের আড়ত, ফজলু ঘরামির দোকান।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিটি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী অরিফুর রহমান, সাব্বির মোল্লা, আব্দুস সালাম, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু ব্যবসায়ী নজরুল ইসলাম, দুলাল বাদশা খলিফাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।