বরিশাল প্রতিনিধি
‘যুক্তি আমার শক্তি’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে নবম বরিশাল বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১। গত শুক্রবার বিকেলে নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের (বিডিএ)। উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, এনডিসি নাজমূল হুদা, স্বনামধন্য বিতার্কিক ও বিডিএ’র উপদেষ্টা উত্তম রায়, দিপু হাফিজুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় ৮টি বিশ্ববিদ্যালয় ও ৮টি কলেজ পর্যায়ের দল অংশগ্রহণ করে।