বিশ্বনাথ উপজেলায় হেনা বেগম (৩০) নামের দুই সন্তানের জননী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামে বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হেনা বেগম ওই গ্রামের তফজ্জুল আলীর মেয়ে। তাঁর স্বামীর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার সাতপাড়া গ্রামে। স্বামী রফিক মিয়া সৌদি আরবপ্রবাসী। তাঁদের দুই সন্তান রয়েছে।
জানা গেছে, স্বামী প্রবাসে অবস্থান করায় ছোট দুই সন্তানকে নিয়ে প্রায় মাসখানেক ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন হেনা বেগম। গত শুক্রবার সন্ধ্যায় শোয়ার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যান ঝুলন্ত অবস্থার তোর রাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে মান অভিমান করে আত্মহত্যা করেছেন হেনা বেগম।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।