বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ মামলা ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ রেইন্সকেও আসামি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান।
আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলিনা খান বাদীর শুনানি ও জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলার ব্যাপারে বিচারক এখনো কোনো আদেশ দেননি।
মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেন, ‘আমরা মামলার আলামত হিসেবে আদালতে ইউটিউবে প্রচারিত হওয়া ডা. মুরাদ ও নাহিদের বক্তব্য সিডি আকারে দাখিল করেছি। আমার আইনজীবীদের বক্তব্য আদালত রেকর্ডসহ ফাইল করা হয়েছে। আশা করি বিচারক আমাদের মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেবেন।’
এ সময় মামলার বাদীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহারসহ বারের শতাধিক আইনজীবী।