রাজশাহীর চারঘাটে মাইনুল ইসলাম সিলন হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার ঝিকরা গ্রামে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বের জের ধরে সিলন খুন হন।
এরপর রোববার দিবাগত রাতে একাধিক অভিযানে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিলনের বাবা রিয়াজ উদ্দীন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সম্রাট ইসলাম (২৫), জুয়েল রানা (৩০), রাসেল ইসলাম (২২) হাসান আলী (২১) ও জনি ইসলাম (২১)।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের মাদক কারবারি দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার বেশ কয়েক দফা মাদক কারবারিদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সে সময় এক গ্রুপের পক্ষ নিয়ে সিলন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির কোপে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।