লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নয়টিতে নৌকা প্রতীক জিতলেও হেরেছে উত্তর চর আবাবিল ইউপিতে। সেখানে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জাফর উল্লাহ দুলাল হাওলাদারের কাছে প্রতিটি কেন্দ্রেই শোচনীয় পরাজয় হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদ উল্লাহর।
শহিদ উল্লাহ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান। জাফর উল্লাল দুলাল হাওলাদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে গত ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।
বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নয়টি কেন্দ্রে ২ হাজার ৯২৯ ভোট পেয়েছে নৌকা। অপরদিকে আনারস প্রতীকে ভোট পড়েছে ৯ হাজার ৫৯৪টি। এ ইউপিতে ২০ হাজার ৩৫৫ ভোটের মধ্যে ১২ হাজার ৭৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।