হোম > ছাপা সংস্করণ

‘সরকারের নিষ্ঠুরতার জবাব দেবে জনগণ’

ময়মনসিংহ প্রতিনিধি

সরকারের নিষ্ঠুরতার জবাব একদিন জনগণ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

গতকাল শনিবার সকালে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় প্রিন্স আরও বলেন, ‘সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সরকার জেনে বুঝেও তাঁকে বিদেশ নিতে দিচ্ছে না। খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে। যত দিন না পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো না হবে তত দিন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব। পুলিশ দিয়ে আন্দোলন কখনো বন্ধ করা যাবে না। যারা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করে তাদের মুখে কখনো গণতন্ত্রের কথা মানায় না। সাধারণ মানুষ এখন জেগে উঠতে শুরু করেছে। তাই বেশি দিন আর এই সরকার টিকে থাকতে পারবে না।’

গণ অনশন কর্মসূচিতে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু এবং উত্তর জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ