হোম > ছাপা সংস্করণ

সাঁথিয়ায় বাস উল্টে পুকুরে, আহত ২৫

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের তেরখাদা গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আছেন ফরিদপুর উপজেলার উত্তর টিয়াপাড়া গ্রামের রিনা খাতুন (৩৫), মারিয়া খাতুন (৪), মুসলিমা খাতুন (২৫), মেরিনা খাতুন (৪৫), ডেমরা গ্রামের ইসহাক আলী (৪৮) ও ছোট পাথাইলহাট গ্রামের সুমাইয়া (১৮)। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ফরিদপুর ‍উপজেলার ডেমরা থেকে বিশ্বাস এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি পাবনার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ডেমড়া-আতাইকুলা সড়কের বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে পুকুরে উল্টে যায়।

যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার শুরু করে। সেই সঙ্গে খবর পেয়ে পাবনা ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে বাস ও আহতদের উদ্ধারের জন্য শ্যালো মেশিনের সাহায্যে পানি নিষ্কাশন করে।

উদ্ধারকাজ চলাকালে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আঞ্চলিক ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। বাসটি উদ্ধারের পর যানজট নিরসন হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ