হোম > ছাপা সংস্করণ

আতঙ্কে পুরুষেরা গ্রামছাড়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে গণপিটুনিতে আবদুর রহিম (৪০) নামে এক যুবক নিহতের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিমবালাপাড়া গ্রামের মানুষ। এ গ্রামে এখন থমথমে অবস্থা। গ্রেপ্তার আর পুলিশের ভয়ে কোনো পুরুষ বাড়িতে থাকছেন না। এদিকে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।

এর আগে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য আবদুর রহিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ১৫ জানুয়ারি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়ার হোসেন আলীর (৬০) বাড়িতে গভীর রাতে প্রবেশ করেন ওই যুবক। চোর সন্দেহে তাঁকে আটক করে গণপিটুনি দিলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরে লাশ গুম করতে পাশের জেলা দিনাজপুরের ঠাকুরেরহাট-সংলগ্ন ডালিয়া ক্যানেলে পানিতে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। হত্যা করে মরদেহ গুম করা হয়েছে গুঞ্জন ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে ওই এলাকার ডালিয়া ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে চিরিরবন্দর থানা পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নিয়ে যায়।

সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে কথা বলার মতো কোনো পুরুষ পাওয়া যায়নি। তবে, এ প্রতিবেদককে দেখে কয়েকজন নারী এসে জানান, ‘গ্রেপ্তার আতঙ্কে পুরুষেরা বাড়িতে থাকছেন না। এ ছাড়া দিনের বেলা অপরিচিত কোনো লোককে পাড়ায় ঘোরাঘুরি করতে দেখলেই পুরুষেরা আত্মগোপন করেন।’

রাস্তার পাশের জমিতে ধান রোপণে ব্যস্ত কিছু কৃষি শ্রমিককে ডেকে ঘটনা জানতে চাইলে তাঁরা কাছে আসার সাহস পাচ্ছিলেন না। কমপক্ষে ১০ গজ দূরে দাঁড়িয়ে কথা বলেন তাঁরা। এ সময় তাঁদের মধ্যে ইলিয়াস হোসেন নামে একজন বলেন, ‘ঘটনার পর প্রতিদিনই পুলিশ এ গ্রামে আসছে। আমরা তাঁদের দেখে লুকিয়ে যাই। আর রাতে বাইরে থাকি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে জানান, হত্যার ঘটনা যদিও সৈয়দপুর; কিন্তু মরদেহ উদ্ধার হয়েছে দিনাজপুরের চিরিরবন্দর থেকে। তাই এ ঘটনাটি তাঁরাই তদন্ত করছেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গত রোববার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ