গাজীপুরের কাপাসিয়ায় সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ ধান চাষ করা হচ্ছে।
গতকাল সোমবার বিকেলে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করে সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে টোক ইউনিয়নের টোকনগর গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক প্রমুখ।
টোকনগর গ্রামে ৮২ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো (হাইব্রিড) ও লাল তীর-৪ ধান চাষ করা হয়েছে।
উল্লেখ্য, সমলয় পদ্ধতিতে বীজতলা থেকে ফসল কাটা—সবই এক সময়ে একযোগে করা হয়। কৃষিযন্ত্রের সাহায্যে এ কাজ করা হয়। জমির অপচয় রোধে এ পদ্ধতিতে প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে লাগানো হয় ধানের বীজ। পরে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। একেকটি ট্রান্সপ্ল্যান্টার এক ঘণ্টায় এক একর জমিতে ধানের চারা লাগাতে পারে।