হোম > ছাপা সংস্করণ

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে জাহানারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে জাহানারাকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী মো. হারুন। এ ঘটনায় হারুনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে কাদিরপুর ইউপির ঘাটলা গ্রামের জাহানারার সঙ্গে একই ইউনিয়নের গয়েছপুর গ্রামের কুয়েত প্রবাসী হারুনের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে বিদেশ থাকে। এক মাস আগে কুয়েত থেকে দেশে আসেন হারুন। জাহানারা বেগমের ভাই মো. মিঞা অভিযোগ করে বলেন, হারুন দেশে আসার পর থেকে জাহানারাকে একাধিকবার মারধর করেন। কয়েক দিন ধরে হারুন আবার বিয়ের জন্য জাহানারাকে চলে যেতে বলেন। আপসে না গেলে তাঁকে মেরে ফেলার হুমকি দেন হারুন। এসব ঘটনার জেরে গত বুধবার রাতে ঘরে নামাজ পড়া অবস্থায় পিটিয়ে হত্যা করে লাশ ফ্যানে ঝুলিয়ে রাখেন। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করবেন বলে জানান তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি জাহেদুল বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ