হোম > ছাপা সংস্করণ

চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধা নিতে প্রস্তুতির তাগিদ সিপিডির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বছরের পর বছর অবহেলার কারণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেকটা মৌলিকভাবেই অরক্ষিত হয়ে পড়েছে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার গতি বৃদ্ধির পাশাপাশি এ জন্য পর্যাপ্ত অর্থের জোগান দেওয়ারও ব্যবস্থা থাকতে হবে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও এফইএসের যৌথ আয়োজনে ‘দি ফিউচার অব ওয়ার্কার্স অব বাংলাদেশ’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক এবং অনুষ্ঠানের সঞ্চালক ফাহমিদা খাতুন।

ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য ৩-এর সঙ্গে সম্পর্কিত সূচকগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পেরেছে। প্রত্যেকের সুস্বাস্থ্য উপভোগ করার নিশ্চয়তা দেওয়া গুরুত্বপূর্ণ। বছরের পর বছর অবহেলার কারণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মৌলিকভাবে অরক্ষিত। স্বাস্থ্য পরিষেবার গতি বৃদ্ধি করে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের জন্য একটি ব্লকচেইনভিত্তিক ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম থাকার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ফ্রেডরিক ইবার্ট স্টিফটুংয়ের কো-অর্ডিনেটর সাধন কুমার দাশ বলেন, সাধন কুমার দাশ আরও বলেন, প্রযুক্তিতে অগ্রসর হওয়া জনশক্তির মাধ্যমে উৎপাদন খরচ এবং সময়ের অপচয় কমানো সম্ভব হবে। এটি করা গেলে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে খাপ খাওয়ানো যেমন সম্ভব হবে, ঠিক তেমনি বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকা থাকাও সহজ হবে। বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধি করা হলে সারা বিশ্বে ব্যাপক জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয় করার নতুন সুযোগ সৃষ্টি হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রোগ্রাম সহকারী নাদিয়া নওরিন বলেন, সারা বিশ্বে আইটি খাত দিনদিন প্রসার হচ্ছে এবং এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের জন্য একটি বার্তা বহন করে। তবে স্বাস্থ্য এবং অন্যান্য সেবা খাতকে বিশ্বমানের করতে এখনই গুরুত্ব আরোপ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় শুধু ঘোষণার মধ্যে সীমিত না রেখে তা আন্তর্জাতিক মানের করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্যেসবার জন্য নানা চ্যালেঞ্জ রয়েছে। দেশে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং সর্বজনীন মেডিকেল ইনস্যুরেন্স নিয়ে ভাবার সময় এসেছে বলে জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডা. সাগুফা আনোয়ার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ