হোম > ছাপা সংস্করণ

আমন ধানে ছত্রাক দিশেহারা কৃষক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমন ব্রি-৪৯ ধানখেতে ‘লক্ষ্মীরগু’ নামে এক ধরনের ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে ধান। যেখানে আর কিছুদিন পর খেত থেকে ধান কেটে ঘরে তোলার কথা, সেখানে হঠাৎ ছত্রাকের আক্রমণে দিশেহারা কৃষক।

উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের কৃষক মিলন মণ্ডল ও অবা গাছু বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ৫৫ শতক জমিতে ব্রি-৪৯ জাতের আমন ধানের চাষ করি। সার-কীটনাশকসহ প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এই জমি থেকে ৪০-৪৫ মণ ধান আসার কথা। অল্প কিছুদিন পর ধান কাটার উপযুক্ত হবে। কিন্তু তার আগে হঠাৎ ধানখেতে ‘লক্ষ্মীরগু’ নামক ছত্রাক আক্রমণ করে। এতে খেতের ৭০ শতাংশ ধানই নষ্ট হয়ে গেছে।’

উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে ওইসব ধানখেত পরিদর্শন করা হয়েছে। ‘লক্ষ্মীরগু’ নামের ছত্রাকের আক্রমণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই ছত্রাকের আক্রমণ রোধে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, ব্রি-৪৯ ধানে ‘লক্ষ্মীরগু’ নামে এই ছত্রাক তুলনামূলক বেশি আক্রমণ করে। এ কারণে আমরা এই জাতের ধান চাষে সবসময় কৃষকদের নিরুৎসাহিত করে থাকি। কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ