পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়ন জমা ও বাছাই পর্ব শেষ হয়েছে। আগামী ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে গত রোববার বিকেলে নাচনাপাড়া ইউপি থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আইয়ুব আলী হাওলাদার। তিনি জানান, ব্যক্তিগত নানা সমস্যার কথা উল্লেখ করে নিজের স্বাক্ষরিত একটি আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন মোহাম্মদ মিরাজ হোসেন।
এর আগে গত ২ নভেম্বর উপজেলার নাচনাপাড়া ইউপি থেকে জাহরুল হক, আতিকুর রহমান, বর্তমান চেয়ারম্যান ফরিদ মিয়া ও মোহাম্মদ মিরাজ হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।