রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা মডেল কলেজের আয়োজনে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রায়পুরা মডেল কলেজ মাঠে কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোহন সরকারের সভাপতিত্বে এই উৎসব হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও রায়পুরা মডেল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাওয়ার্দী, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমদাদুল হক চৌধুরী প্রমুখ।