হোম > ছাপা সংস্করণ

‘মেইনটেন্যান্স ট্রাকে বাঁচবে সময় ও অর্থ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাস্তাঘাট সংস্কারের কাজে গতিশীলতা আনতে দুটি মেইনটেন্যান্স ট্রাক সংগ্রহ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তিসংবলিত ওই ট্রাকগুলো ব্যবহারে সময় ও অর্থ দুটিই বাঁচবে বলে জানিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

গতকাল রোববার সকালে সিআরবি সাতরাস্তার মোড়ে আধুনিক ট্রাক দিয়ে রাস্তা সংস্কারকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, বাংলাদেশে চসিকই প্রথম রোড মেইনটেন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। রাস্তায় গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামত করা যাবে। ফলে আরও বড় গর্ত বা ফাটল থেকে রাস্তাকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোনো অসুবিধা হবে না।

রেজাউল করিম চৌধুরী আরও বলেন, এই ট্রাকগুলো ব্যবহারের ফলে আলাদা অ্যাসফল্ট প্ল্যান্টের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক মিক্সচার তৈরি করা যাবে। তাই বৃষ্টি-বাদলা বা দুর্যোগের কারণে মেরামতকাজ স্থগিত হলেও মিক্সচার নষ্ট হবে না। রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর, চালক ও মেকানিকদের রোড মেইনটেন্যান্স ট্রাকগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, জয়সেন বড়ুয়া, তৌহিদুল আলম, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিএর সভাপতি ফরিদ আহমদ, সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ