একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মাতা মাহমুদ মাহিন নির্মাণ করেছেন নাটক ‘প্রেম অল্প স্বল্প’।
অভিনয় করেছেন তানজিন তিশা, মুশফিক ফারহান, মনিরা মিঠু, শারমিন শর্মী, নওশীন মেঘলা, মাওলা কবির, নাঈমা নিশু প্রমুখ।
নাটকটি আজ রাত ১০টায় প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। পরিচালক বলেন, নাটকটি মূলত একটি মেয়ের প্রেম, দ্বন্দ্ব আর জীবনের চাওয়া-পাওয়া নিয়েই নির্মিত হয়েছে।