হোম > ছাপা সংস্করণ

সড়কে ডাকাতির কবলে আটটি যানবাহন

ঘাটাইল প্রতিনিধি

সড়কে গাছ ফেলে পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের লক্ষ্মণেরবাদা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে কমপক্ষে আটটি গাড়িতে ডাকাতি করে বলে স্থানীয় বাসিন্দারা জানান। ঘাটাইল থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মালিরচালা গ্রামের মজিবর রহমান ও আব্দুল মালেক বলেন, ‘মানুষের ডাকাডাকি শুনে রাত চারটার দিকে ঘটনাস্থলে আসি। এ সময় অনেকগুলো গাড়ি দাঁড়ানো অবস্থায় দেখি। আমরা আসার পর ওই সব গাড়ির চালক ও যাত্রীরা জানান, একদল অস্ত্রধারী লোক গাছ ফেলে তাঁদের গাড়ি থামাতে বাধ্য করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে তাঁরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে যায়।’

আবু শোয়েব নামের এক গাড়ির চালক বলেন, ‘গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের ভেতরে চলে যায়। পরে আমরা রাস্তার গাছ সরিয়ে দিলে গাড়িগুলো গন্তব্যে চলে যায়।’ ডাকাতের কবলে পড়া গাড়িগুলোর মধ্যে যাত্রীবাহী বাস, মাছবোঝাই ট্রাক, বালুভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান ছিল বলে জানান তিনি।

ঘাটাইল সাগরদিঘী বিট কর্মকর্তা সিদ্দিক হোসেন জানান, গতকাল রোববার সকালে লক্ষ্মণেরবাদা এলাকার রাস্তা থেকে একটি গজারিগাছ উদ্ধার করা হয়েছে।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা সত্য। মাঝেমধ্যেই ওই স্থানে ডাকাতির ঘটনা ঘটে।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ