হোম > ছাপা সংস্করণ

এক আটক নিয়ে তুলকালাম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মেয়েসন্তানসহ এক তৃতীয় লিঙ্গের সদস্যকে আটকের ঘটনায় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। গত বুধবার সন্ধ্যায় শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের তিন সদস্যকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে মনিকা নামের তৃতীয় লিঙ্গের ওই সদস্য জানান, তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার শেহরী পূর্বপাড়া গ্রামে। তিনি আগে ছিলেন কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। বিয়ের দুই বছর পর তাঁদের ঘরে একটি মেয়েসন্তানের জন্ম হয়। এরপর তাঁর শারীরিক পরিবর্তন শুরু হয়। এ কারণে তাঁর স্ত্রী ছেড়ে চলে যান। ২০১৮ সালে তিনি পুরোপুরি একজন নারীতে পরিণত হন। নতুন করে নাম রাখা হয় মনিকা। তাঁর মেয়েকে নিজেই লালন-পালন করেন। গত শনিবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি জামালপুরে যান মেয়েকে নিতে। এরপর বুধবার ঢাকায় ফেরার পথে তাঁকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

সদর থানার পরিদর্শক শামীম হোসেন বলেন, মনিকা তাঁর মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। কিন্তু তাঁর কোলে বাচ্চা শিশু দেখে বাসের অন্য যাত্রীদের সন্দেহ হয়। এরপর এক যাত্রী ৯৯৯-এ ফোন করে এ কথা জানান। পরে তাঁকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহমূলক আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ খবর পেয়ে তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা একত্র হয়ে ফাঁড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। এ সময় তিনজনকে আটক করা হয়।

এ পুলিশ সদস্য আরও জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রীকে খবর দেওয়া হলে তাঁর কাছ থেকে জানা যায় ওই সন্তান তাঁদের। তালাক দেওয়ার পর থেকে বাচ্চা স্বামীর কাছেই থাকে। এসব শুনে মনিকাকে ছেড়ে দেওয়া হয়। আর আটক তিনজনের নামে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ