হোম > ছাপা সংস্করণ

বাঁশের চাটাইয়ে সেতু পারাপার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী সাগর উপকূলীয় পুইছড়ি-ছনুয়া ইউনিয়নে জলকদর খালের ওপর স্টিলের বেইলি সেতুটির পাটাতন দীর্ঘদিন ধরে নষ্ট। বাঁশের চাটাই পেতে লোকজন ঝুঁকি নিয়ে সেতুটি পার হন। এতে তাঁদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুর ওপর দিয়ে যান চলাচল সম্ভব নয়। এ কারণে লবণ পরিবহন ব্যাহত হচ্ছে।

সেতুটিতে মানুষের দুর্ভোগের চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমানসহ দায়িত্বশীল কর্মকর্তারা গত শনিবার সেতুটি পরিদর্শন করেছেন।

এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বাঁশের পাটাতন তৈরি করে দিয়েছেন।

স্থানীয়রা বাসিন্দারা জানান, ছনুয়া থেকে লবণ পরিবহনের জন্য তাঁদের এই সেতু পার হতেই হয়। এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। ১০ বছর আগে সেতুর ভাঙা পাটাতন মেরামত করা হয়। কিন্তু দুই বছর আগে আবার সেতুর পাটাতন ভেঙে পড়ে। এত দিনেও মেরামত করা হয়নি। এতে তাঁদের সীমাহীন সমস্যা হচ্ছে।

ছনুয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘আমাদের চলাচলের একমাত্র জরাজীর্ণ এই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে ইতিমধ্যে অনেক মানুষ আহত হয়েছেন। এটি শিগগির মেরামত করা দরকার।’

জানতে চাইলে ছনুয়া ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদ বলেন, ছনুয়া-পুইছড়ি জলকদর খালের ওপর জরাজীর্ণ সেতুটি সংস্কার করা জরুরি। এ জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন এবং উপজেলা পরিষদের সভায় বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পের আওতায় এ স্টিল বেইলি ব্রিজটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে ব্রিজটি মেরামত করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ