কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজয় দিবস পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের মহরত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন এই মহরতের আয়োজন করে।
ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বিকেল মহরতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, সমাজ সেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা।
উপজেলা প্রশাসন জানায়, বিজয় দিবসের নানা কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা পরিষদ চত্বরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা, শহীদ মিনারে ফুল দেওয়াসহ প্রভৃতি।