হোম > ছাপা সংস্করণ

বিনা খরচে চিকিৎসাসেবা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য বিনা খরচে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে প্রান্তিক উন্নয়ন সোসাইটি। আন্তর্জাতিক দাতা সংস্থা ওব্যাট হেলপারস ইউএসএ-এর অর্থায়নে এই সেবাদান ছয় মাসব্যাপী চলবে।

গতকাল মঙ্গলবার উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু করা হয়। এই দিন ইউনিয়নের দেড় শতাধিক স্থানীয় বাসিন্দাকে সেবা দেওয়া হয়। এ সময় রোগীদের বিনা মূল্যে ওষুধও বিতরণ করে সংস্থাটি।

কার্যক্রম পরিদর্শনে এসে রাজাপালং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এলাকার সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয়। এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।’

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, চিকিৎসাসেবা দানের সঙ্গে জড়িত চিকিৎসকেরা খুবই আন্তরিক। তাঁকে ভালোভাবে দেখেছেন। পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে দেওয়া হয়েছে।

প্রান্তিকের মেডিকেল কো-অর্ডিনেটর জুনায়েদ সিদ্দিকি বলেন, ‘স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আমরা এই সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। যা নিয়মিতভাবে উখিয়ার বিভিন্ন এলাকায় চলবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ