হোম > ছাপা সংস্করণ

বসতবাড়ি আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর পরিবার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে চুলার আগুনে একটি দিনমজুর পরিবার নিঃস্ব হয়ে গেছে। বসতঘর পুড়ে যাওয়াসহ গৃহপালিত পশু অগ্নিদগ্ধে মারা গেছে। গত বুধবার রাত ৯টার দিকে পশ্চিম সাতভিটা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পশ্চিম সাতভিটা গ্রামের মকবুল হোসেনের রান্নাঘর থেকে রাতে আগুনের সূত্রপাত হয়। এ সময় দ্রুতই রান্নাঘর সংলগ্ন বসতঘর ও গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুটি বসত ঘর, একটি রান্না ঘর, একটি গোয়ালঘরসহ বাড়ির সব আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া গোয়াল ঘরে থাকা ৩টি ছাগল ও ১টি ভেড়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে সহায়সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন দিন মজুর পরিবারটির সদস্যরা।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু সময় লেগেছে। পরিবারটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা। বসতবাড়ি থেকে শুরু করে গৃহপালিত পশু পর্যন্ত আগুনে ছাই হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ